উষ্ণ অভ্যর্থনা শেখ হাসিনাকে

0

জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার রাতে নিউইয়র্কে পৌঁছেছেন। স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে জন এফ কেনেডি-জেএফকে এয়ারপোর্টে অবতরণের পর ভিআইপি লাউঞ্জে শেখ হাসিনাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। এয়ারপোর্টে ৪ নম্বর টার্মিনালে সন্ধ্যা থেকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতা-কর্মী জড়ো হয়ে ‘শেখ হাসিনার সরকার-বারবার দরকার’ এবং ‘নিউইয়র্কে শেখ হাসিনাকে স্বাগত’ স্লোগানে প্রকম্পিত করেন গোটা এলাকা। পুলিশ বেষ্টনীতে অনুষ্ঠিত এ স্বাগত সমাবেশে বস্টন, ফ্লোরিডা, নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি থেকে আসা নেতা-কর্মীরাও ছিলেন। বেশ কিছু দূরে বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছিলেন বিএনপির নেতা-কর্মীরাও। তারাও ছিলেন পুলিশ বেষ্টনীতে। উল্লেখ্য, লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটটি ৮ নম্বর টার্মিনালে অবতরণ করে। সেখানে কনস্ট্রাকশনের কাজ চলায় বিক্ষোভ অথবা স্বাগত সমাবেশের অনুমতি না মেলায় ৪ নম্বর টার্মিনালে পরস্পরের বিরুদ্ধে শো-ডাউনের অনুমতি সংগ্রহ করেছিলেন উভয় পক্ষই। স্বাগত সমাবেশে নেতাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সেক্রেটারি ইমদাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আবদুল কাদের মিয়া, ভাইস প্রেসিডেন্ট জাফরউল্লাহ, আওয়ামী আইনজীবী সমিতির নেতা মোর্শেদা জামান, জেবিবিএর সভাপতি ড. মাহাবুবুর রহমান টুকু এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান আহমেদ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। ছিলেন ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’র সভাপতি গোলাম মোস্তফা খান মিরাজের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারাও। উল্লেখ্য, পাঁচ দিনের সফরে জাতিসংঘে শীর্ষ সম্মেলনে যোগদানকালে সাধারণ পরিষদে শেখ হাসিনা বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করবেন ২২ সেপ্টেম্বর দুপুরে। ২৩ সেপ্টেম্বর তাঁর ওয়াশিংটন ডিসিতে যাওয়ার কথা এবং সেখানে তিনি ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। নিউইয়র্কে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে শেখ হাসিনা তাঁর ডিনার পার্টিতে অংশ নেওয়া ছাড়াও বিশ্বের বেশ কজন প্রভাবশালী রাষ্ট্রনায়কের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে কূটনৈতিক সূত্র জানায়। তিনি নিউইয়র্ক প্রবাসীদের এক নাগরিক সংবর্ধনায় ভাষণ দেবেন ২২ সেপ্টেম্বর সন্ধ্যায়।

বিএনপি কর্মী গ্রেফতার : জেএফকে এয়ারপোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনকালে কুইন্স বিএনপির একজন সদস্য আজিজুল হাওলাদারকে এয়ারপোর্ট পুলিশ গ্রেফতার করেছিল। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ জানান, আওয়ামী লীগের একজন কর্মীর অভিযোগে তাকে আটক করা হয়েছিল। কিন্তু এয়ারপোর্টে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার উদ্ভব হয়নি। মিথ্যা অভিযোগ দায়ের করা হয় বলে আমরা পুলিশকে কনভিন্স করতে সক্ষম হওয়ার পরই আজিজুলকে মুক্তি দেওয়া হয়। বিএনপির মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা ও সদস্য সচিব বদিউল আলম, উত্তরের আহ্বায়ক আহবাব চৌধুরী গিয়াস আহমেদের সঙ্গে এয়ারপোর্ট পুলিশ অফিসে গিয়েছিলেন।