নিউজ ডেস্ক: মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় মালয়েশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটির ধর্মবিষয়ক কর্তৃপক্ষ ঘোষণা দেয়—এ বছরের জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে এবং ২৯ মে (বুধবার) থেকে শুরু হবে জিলহজ মাস। সে অনুসারে, মালয়েশিয়ায় ঈদুল আজহা উদ্যাপিত হবে আগামী ৭ জুন (শনিবার)।
ইন্দোনেশিয়াও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, দেশটিতে ঈদুল আজহা পালিত হবে ৬ জুন (শুক্রবার)। ব্রুনাইয়েও চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ৭ জুন ঈদ উদ্যাপিত হবে।
এর আগে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গত সপ্তাহে জানান, আমিরাতের আকাশে ২৭ মে সন্ধ্যার পর চাঁদ দিগন্ত রেখার ওপর থাকবে এবং এটি আকাশে ৩৮ মিনিট অবস্থান করবে। এতে চাঁদটি সহজেই দেখা যাবে।
ইব্রাহিম আল জারওয়ান বলেন, আমিরাতের সময় অনুযায়ী, মঙ্গলবার ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে জিলহজের নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্ত রেখার ওপরে থাকবে এবং ৩৮ মিনিট অবস্থান করবে-এতে চাঁদটি দেখা যাবে।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে আগামী ৭ জুন শনিবার বাংলাদেশে ঈদ পালিত হতে পারে। তবে বিষয়টি চূড়ান্ত হবে আজ বুধবার (২৮ মে) সন্ধ্যায়। সেদিন বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখানেই ঘোষণা দেওয়া হবে কবে বাংলাদেশে পালিত হবে ঈদুল আযহা।