পঞ্চগড়ে দুই মাথা বিশিষ্ট নবজাতকের মৃত্য

0
14

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে দুই মাথা বিশিষ্ট এক নবজাতক শিশু জন্মের দেড় ঘন্টার পরেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। শিশুটির বাবা মাজেদুল ইসলাম। তার স্ত্রী সুরভী আকতার। মঙ্গলবার সদর আধুনিক হাসপাতালে বেলা ১১ টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। ওই দম্পত্তির বাড়ী সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় প্রধান পাড়া এলাকায়।

শিশুটির বাবা পেশায় একজন চা শ্রমিক এটি দম্পত্তির প্রথম সন্তান। মৃত শিশুটির বাবা জানান তার স্ত্রীর আল্ট্রাসনোগ্রাম করা করা চিকিৎসক জানিয়েছিলেন তার স্ত্রীর গর্ভে দুটি সন্তার রয়েছে।তবে অপারেশনের পর দেখি একটি দুই মাথা বিশিষ্ট শিশু।সদর হাসপাতালের সহকারী সার্জন ডা.নাছরিন পারভীরন বলেন, এর আগে এই হাসপাতালে কখনো এ রকম হয়নি।শিশুটির দুই মাথা হওয়ায় বের করতে কষ্ট হলে ও অপারেশন ভালভাবে সম্পন্ন হয়েছে।হাসপাতালের ডা.আবু সায়েম বলেন,শিশুটির দুইটি মাথা থাকলেও নাক,কান,মুখ,চোখ সব কিছ স্বাভাবিক আছে। তবে একটি পেট, দুইটি হাত,দুইটি পা রয়েছে। শিশুটিকে পরীনিরীক্ষা করে দেখেছি তার দুই পাশেই হার্ড রয়েছে। তবে জন্মের দেড় ঘন্টা পরেই শিশুটি মারা যায় বলে জানান শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন।

NO COMMENTS

LEAVE A REPLY