দিনের প্রথম বলেই ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে

0
7

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে ধুঁকেছে জিম্বাবুয়ে। প্রথম দিন শেষে ৯ উইকেটে ২২৭ রান করা দলটি দ্বিতীয় দিনের শুরুতেই গুটিয়ে যায় ঠিক সেই স্কোরে। দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে দিয়ে ইনিংস গুটিয়ে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এতে তার ঝুলিতে জমা হয় ৬ উইকেট।

সাগরিকায় প্রথম দিন সকালে ম্যাচে লড়াই ছিল সমানে-সমান। দ্বিতীয় সেশনে ব্যাটে ভালো প্রতিরোধ গড়ে তোলে জিম্বাবুয়ে। কিন্তু শেষ বিকেলের সেশনে ফিরে আসে বাংলাদেশ, আর সেখানে রাজত্ব করেন তাইজুল ইসলাম। এক সময় ১৭৭ রানে ২ উইকেট হারানো জিম্বাবুয়ে মাত্র ৪০ রান যোগ করতেই হারায় পরবর্তী ৭টি উইকেট।

সেখানে বল হাতে ভূমিকা রাখে তাইজুল। আর ক্যারিয়ারে এটি তার ১৬তম ফাইফার। এরভাইন ৫, উইলিয়ামসন ৬৭, উইসলি মাধভেরে ১৫, মাসাকাদজা ১৫, ভিনসেন্ট ৮, ওয়েলস ৫৪ ও নাগারভা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। ২১৯ রানে হারায় ৯ উইকেট। শেষ উইকেটে সিগা ১৮ আর মুজারাবানি ২ রানে অপরাজিত থেকে দিন শেষ করে।

৯ উইকেটে ২২৭ রানে প্রথম দিন শেষ করা জিম্বাবুয়েকে দ্বিতীয় দিন আর দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। প্রথম বলেই তাইজুল ইসলামের শিকারে পরিণত হন ব্লেসিং মুজারাবানি (২)। তাতে ২২৭ রানে থেমেছে জিম্বাবুয়ের প্রথম ইনিংস।

শেষ পর্যন্ত ৬০ রানে ৬ উইকেট নিয়েছেন তাইজুল। ৪২ রানে দুটি নিয়েছেন অফস্পিনার নাইম। একটি নিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।

NO COMMENTS

LEAVE A REPLY