পঞ্চগড়ে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

0
2

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে জেলাও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমদাদুল হক। সচেতনতা বৃদ্ধির জন্য‘দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনটিকে উদযাপন করা হয় ।অনুষ্ঠানের উদ্বোধনের পর জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।পরে আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য মো. মাসুদ পারভেজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য মো. নুরুজ্জামান, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য সচিব লিমেন্ট রায়, আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি ,জিপি অ্যাডভোকেট আব্দুল বারী প্রমুখ। বিকেলে এক জনসচেনতার লক্ষ্যে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY