জুলাই বিপ্লবের মতো ঘটনাতেই অত্যাচারী শাসকের পতন ঘটে : আসিফ নজরুল

0
1

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটে বলেই অত্যাচারী শাসক, স্বৈরাচারের পতন ঘটে বলে মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। তাই শুধু নিজের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো।’

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে এসব কথা বলেন তিনি।আইন উপদেষ্টা বলেন, ‘পড়াশোনার জন্য বিদেশের যেকোনো জায়গায় থাকলেও জন্মভূমিতে ফিরে দেশের জন্য কাজ করতে হবে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দেশের প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলা, বনজসম্পদ উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বাসোপযোগী টেকসহ পরিবেশ নিশ্চিতকরণে নতুন প্রজন্মকে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘ইকোফেমিনিজম দর্শন মূলত প্রকৃতি রক্ষা এবং নারী মুক্তি। এই দুটি সংগ্রাম আসলে মুদ্রার এপিঠ-ওপিঠ।’

সর্বোপরি টেকসই, সবুজ ও মানবিক ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে সাহসী, চিন্তাশীল ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান উপদেষ্টা।

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, ‘অধিকারবিবর্জিত প্রজা থেকে অধিকারসমৃদ্ধ নাগরিক হিসেবে নিজেদের অস্তিত্ব প্রকাশে তরুণ প্রজন্মের অবদান অনস্বীকার্য।’

NO COMMENTS

LEAVE A REPLY