জাতিগত সহিংসতা নিরসনে কাউনিয়ায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

0
11

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ সংঘাত নয় শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলায় জাতিগত সহিংসতা নিরসনে আন্তঃধর্মীয় সংলাপ বৃহস্পতিবার উপজেলার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলার সকল ধর্ম বর্ণ ক্ষুদ্র নৃগোষ্ঠি, পিছিয়ে পড়া জনগোষ্ঠি, বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে দি হাংগার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় কাউনিয়া উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। পিএফজি কমিটির এ্যাম্বাসেডর ও কাউনিয়া মোঃ হোঃ মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুল ইসলাম মাষ্টার এর সভাপতিত্বে পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএফজি কমিটির এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, জামায়েতে ইসলামী উপজেলা আমির আলহাজ¦ আব্দুস সালাম সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আলহাজ¦ ইদ্রিস আলী, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, খাদ্য পরিদর্শক মাহামুদুল হাসান তমাল, দি হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মোল্লা, সাবেক অধ্যক্ষ হোসেন আলী সরকার, সাবেক অধ্যক্ষ ও বিএনপি নেতা আলহাজ¦ সেকান্দার আলী, কাউনিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিম খানার মোহতামীম মাওলানা আব্দুল কুদ্দুছ, পুরহিত পরেশ চক্রবর্তী, খৃষ্টান ধর্মের জাজক জগদিস চন্দ্র, গোপালগঞ্জ কেন্দ্রীয় মন্দিরের সম্পাদক বিপ্লব কুমার গোস্মামী, ক্ষুদ্র নৃগোষ্ঠির নেতা জহরলাল রবিদাস, সুভাস শিল, সুজন কুমার, হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি ফরিদা ইয়াসমিন প্রমূখ। সভায় উগ্রবাদ-জঙ্গিবাদ মুক্ত সামাজিক কাউনিয়া গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। কাউনিয়া হবে উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ন, মুক্ত, মানবিক ও শান্তিপূর্ন এই অঙ্গিকার ব্যক্ত করেন উপস্থিত সকলে।

NO COMMENTS

LEAVE A REPLY