পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির পূর্বের মিটি ভেঙে দিয়ে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বুধবার দুপুরে পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি তাঁর চেম্বারে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করেন।
সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবুল আলমকে আহ্বায়ক ও জৈষ্ঠ্য আইনজীবী মির্জা আমিরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী গোলাম হাফিজ সদস্য হিসেবে তিন সদস্যের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল সহ, জিপি, অতিরিক্ত পিপি ও এপিপি ও আইনজীবীরা তাঁদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
নতুন কমিটি বার ও বেঞ্চে রং মধ্যে সমন্বয়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করবেন বলে ঘোষণা দেন।