স্পোর্টস ডেস্ক: আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৬ উইকেট নেওয়ার পর সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে তিনি উঠে এসেছেন দুই ধাপ এগিয়ে দশম স্থানে, যা তার ক্যারিয়ার সেরা অবস্থান। এছাড়া সুখবর পেয়েছেন রিতু মনি ও শারমিন আক্তার সুপ্তা।
এদিকে ব্যাটাদের মধ্যে বড় লাফ দিয়েছেন রিতু মনি। ১৫ ধাপ উন্নতি করা রিতুর বর্তমান অবস্থান ৭৩তম। এছাড়া ব্যাট হাতে আলো ছড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে জায়গা করে নেওয়া শারমিনের র্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২১তম স্থানে শারমিন। দুই ধাপ পিছিয়ে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা অবস্থান করছেন ১৯তম স্থানে।
৭৭০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টন। দুই ও তিনে আছেন অ্যাশলে গার্ডনার ও মেগান শুট। দুজনেই অস্ট্রেলিয়ার ক্রিকেটার। আর এক ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের কেটি ক্রস।
রেটিং পয়েন্ট ৭৭৩ নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট। দুই, তিন ও চার নম্বরে আগের মতোই আছেন ভারতের স্মৃতি মান্ধানা, ইংল্যান্ডের নাটালি সাইভার ব্রান্ট ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। দুই ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস