বিনোদন ডেস্ক: গত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩-এর জুরিবোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে জুরি বোর্ডের নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়। অভিনেত্রী সুচরিতা, অভিনেতা খাজা নাঈম মুরাদ, সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু ও চলচিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদকে নিয়ে চার সদস্যের জুরি বোর্ড গঠন করা হয়।
অবশেষে তাদের সুপারিশে চূড়ান্ত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এর বিজয়ীদের নাম। এরই মধ্যে বোর্ড সদস্যরা তাদের চূড়ান্ত মতামত ও নম্বর জমা দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে। খুব শিগগিরই পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করা হবে।
জুরি বোর্ডের সুপারিশ থেকে সম্ভাব্য পুরস্কার বিজয়ীদের তালিকায় স্থান পেয়েছে পরিচালক খন্দকার সুমন, অভিনেত্রী তমা মির্জা,অভিনেতা শিবা শানু, খলনায়ক রাশেদ মামুন অপু, গীতিকার প্রিন্স মাহমুদ, সংগীতশিল্পী রিয়াদ।
সম্ভাব্য তালিকা অনুযায়ী আজীবন সম্মাননা পুরস্কার পেতে পারেন চিত্রনায়িকা শবনম ও চিত্রনায়ক জাভেদ। ‘শবনম ও জাভেদ দুজনেই বর্ষীয়ান অভিনেতা। বিশেষ করে জাভেদ তো এই মুহূর্তে অসুস্থ। তাই তার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে’- জুরি বোর্ডের একজন সদস্য এ কথা জানিয়েছে।
এক ঝলকে জেনে নেওয়া যাক সম্ভাব্য তালিকায় থাকা ব্যক্তিদের সম্পর্কে
আফরান নিশো
ছোটপর্দা থেকে বড় পর্দায় অভিনয় করে সিনেমাপ্রেমীদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ‘সুড়ঙ্গ’র প্রধান অভিনেতা আফরান নিশো। এই ছবিতে অভিনয়ের জন্য ‘শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছন। সূত্রের খবর এ ক্যাটাগরিতে এগিয়ে রয়েছেন। তিনি পুরস্কার পেলে প্রথম ছবিতেই বাজিমাত করবেন। এই তালিকায় অন্যতম প্রতিদ্বন্দ্বী শাকিব খানও রয়েছেন সম্ভাব্য তালিকায়। এছাড়া ‘সুড়ঙ্গ’-এর তমা মির্জা, ‘সাঁতাও’-এর আইনুন পুতুল ও ‘আদিম’-এর সোহাগী।
রায়হান রাফি
‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’ বিভাগে জুরি বোর্ডের সদস্যদের নম্বরে সবচেয়ে এগিয়ে রয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’। তারপরেই রয়েছে যুবরাজ শামীম পরিচালিত ‘আদিম’। ‘শ্রেষ্ঠ পরিচালক’ হিসেবে ‘সাঁতাও’-এর খন্দকার সুমনের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। তবে সম্ভাব্য তালিকায় ‘সুড়ঙ্গ’-এর জন্য রায়হান রাফি ও ‘আদিম’-এর জন্য যুবরাজ শামীমেরও নাম রয়েছে।
শিবা শানু
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার‘শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র’। এ ক্যাটাগরিতে ‘ওরা ৭ জন’-এর জন্য শিবা শানুর নাম শোনা যাচ্ছে। এছাড়া সম্ভাব্য তালিকায় পার্শ্ব চরিত্র হিসাবে জুরি বোর্ডের তালিকায় আছেন ইমতিয়াজ বর্ষণ। ‘শ্রেষ্ঠ খল অভিনেতা’ হিসেবে ‘সুড়ঙ্গ’-এর জন্য রাশেদ মামুন অপু।
রাশেদ মামুন অপু
সিনেমা রোমান্টিক, এ্যাকশন কিংবা কমেডি যে জনরার হোক খলনায়ক ছাড়া ছবি অসম্পূর্ণ। ২০২৩-এর জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্ভাব্য তালিকায় খলনায়ক হিসেবে নাম রয়েছে রাশেদ মামুন অপুর। তিনি ‘প্রহেলিকা’-তে অভিনয়ের জন্য ‘শ্রেষ্ঠ খলনায়ক’ ক্যাটাগরিতে পুরস্কার পেতে পারেন। বলে রাখা ভালো, অভিনেতা অপু ‘শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র’ ও ‘খলনায়ক’ দুই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন।
কোনাল
গানের ক্ষেত্রে একচেটিয়াভাবে এগিয়ে রয়েছে ‘প্রিয়তমা’। ছবিটির জন্য ‘শ্রেষ্ঠ সংগীত পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সুরকার’-এর সম্ভাব্য তালিকায় শীর্ষে রয়েছেন প্রিন্স মাহমুদ। একই ছবির ‘ঈশ্বর’ গানের জন্য সোমেশ্বর অলি ‘শ্রেষ্ঠ গীতিকার’ এবং ‘শ্রেষ্ঠ গায়ক’ হিসেবে রিয়াদের নাম রয়েছে। এদিকে সংগীতশিল্পী কোনাল এ ছবির ‘ও প্রিয়তমা’ গানের জন্য ‘শ্রেষ্ঠ গায়িকা’র পুরস্কার পেতে পারেন। এছাড়া ‘শ্রেষ্ঠ গায়ক’ হিসেবে নাম রয়েছে কণ্ঠশিল্পী বালামের। তালিকা দেখে বলা যায়, ‘প্রিয়তমা’র ঘরেই উঠছে সংগীত পুরস্কার।
সোমেশ্বর অলি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর সম্ভাব্য তালিকায় ‘শ্রেষ্ঠ কাহিনিকার’ ক্যাটাগরির স্থান পেয়েছেন ‘প্রিয়তমা’র ফারুক হোসেন। ‘শ্রেষ্ঠ সংলাপ রচিয়তা’ হিসেবে জুরি বোর্ডের নাম্বারে এগিয়ে রয়েছেন ‘সাঁতাও’-এর খন্দকার সুমন। একই ছবির সুজন মাহমুদ ‘শ্রেষ্ঠ শব্দগ্রাহক’ ক্যাটাগরিতে পুরস্কার পেতে পারেন।
‘শ্রেষ্ঠ নির্দেশক’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দৌড়ে এগিয়ে আছেন ‘সুড়ঙ্গ’-এর শহীদুল ইসলাম। ‘শ্রেষ্ঠ মেকআপম্যান’ হিসেবে পুরস্কার পেতে পারেন ‘প্রিয়তমা’র সবুজ খান অথবা ‘সুড়ঙ্গ’-এর মো. খোকন মোল্লা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে।
এর মধ্যে ‘শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য’, ‘শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে’, ‘শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে’, ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’, ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার’, ‘শ্রেষ্ঠ নৃত্য পরিচালক’, ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’, ‘শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা’সহ বেশকিছু বিভাগে পুরস্কার প্রদান করা হবে।
তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত নাম প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হবে। মে মাসের প্রথম সপ্তাহে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে।