অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। দেশ-বিদেশের বিনোদন অঙ্গনও সহাবস্থান জানাচ্ছে ফিলিস্তিনের পক্ষে, গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে শিল্পীরা বেঁধেছে অসংখ্য প্রতিবাদী গান।
বলাই বাহুল্য, ফিলিস্তিনের এই বিষাদ পৌঁছে গেছে পৃথিবীর কোণায় কোণায়। পশ্চিমের বিনোদন দুনিয়াও শুনতে পেয়েছে গাজার ক্ষত-বিক্ষত হাজারো শিশুর আর্তনাদ। তাই তো ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গান দিয়ে প্রতিবাদ জানাল জনপ্রিয় মার্কিন ব্যান্ড গ্রিন ডে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ‘জেসাস অফ সাবার্বিয়া’- শিরোনামের একটি গানের কথার পরিবর্তন করেছে গ্রিন ডে, যেখানে ফিলিস্তিনি শিশুদের প্রতি নির্যাতনের মাত্রা তুলে ধরা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোচেল্লা সংগীত উৎসবে সে কথা দিয়েই গানটি পরিবেশন করে ব্যান্ডটি।
সেই গানের একটি লাইনে ছিল- ‘রানিং অ্যাওয়ে ফ্রম পেইন হোয়েন ইউ হ্যাভ বিন ভিক্টিমাইজড’ অর্থাৎ,‘নির্যাতনের শিকার হলে যন্ত্রণা থেকে নিজেকে বাঁচাও।’ কিন্তু সেই কথার পরিবর্তে ব্যান্ডের ভোকালিস্ট জো আর্মস্ট্রং গেয়ে ওঠেন- ‘রানিং অ্যাওয়ে ফ্রম পেইন লাইক দ্য কিডস ফ্রম প্যালেস্টাইন।’ অর্থাৎ, ‘যন্ত্রণাটি ফিলিস্তিনের শিশুদের মতো হলে নিজেকে বাঁচাও।’
মূলত যুদ্ধবিরোধী ও বিদ্রোহের গান দিয়েই পরিচিত গ্রিন ডে। এদিনও মঞ্চে উঠে এমন ধারার অ্যালবাম ‘আমেরিকান ইডিয়ট’ দিয়ে নিজেদের পরিবেশনা শুরু করে ব্যান্ডের শিল্পীরা। তাদের গাওয়া ‘বোলেভার্ড অফ ব্রোকেন ড্রিমস’ ও ‘টোয়েন্টি ওয়ান গানস’ গুলো সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়।